মালদা

কলকাতা থেকে মালদায় ক্যাটারিং-এর কাজ করতে এসে বিপাকে দুই মহিলা

ক্যাটারিং-এ কাজ করার প্রস্তাব পেয়ে কলকাতা থেকে মালদায় আসে দুজন মহিলা। সাথে আসে তাদের স্বামীরা। অভিযোগ, কাজের অগ্রিম টাকা দেবার নাম করে তাদের স্বামীকে অপহরণ করা হয়, তাদের নাম প্রভাকর দে এবং সুভাষ মাড়ুয়া। 

জানা যায়, তাদের বাড়ি কলকাতার সন্তোষপুর এলাকায়। শুক্রবার তারা চারজনেই মালদায় এসে একটি হোটেলে ওঠে। তারপর এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি এসে এই কাজের পূর্বে টাকা দেওয়ার কথা বলে পার্শ্ববর্তী একটি ব্যাঙ্কে যাওয়ার প্রস্তাব দেয় তাদেরকে। সেই মতো ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির সাথে প্রভাকর ও সুভাষ ব্যাঙ্কের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু কয়েক ঘণ্টা বাদে ওই দুই ব্যক্তির মহিলাদের কাছে ফোন আসে যে ১৫ লক্ষ টাকা দিতে হবে, না হলে তাদের স্বামীকে প্রাণে মেরে ফেলবেন বলে হুমকি দেয় অপহরণকারীরা। শনিবার এই ঘটনায় লিখিত অভিযোগ জানানো হয় ইংরেজবাজার থানায়। 

এবিষয়ে অপহরণ হওয়া ব্যক্তির স্ত্রী প্রিয়া দে জানান, তারা ক্যাটারিং-এর কাজ করে। এই সুত্রে ২৪ শে মে মালদা থেকে কে বা কারা তাদের কাজের জন্য ডাক দিলে রাতের বাস ধরে তারা কলকাতা থেকে মালদার জন্য রওনা দেয়। পরের দিন শুক্রবারে তারা মালদায় এসে পৌছায়। তারপর সেই অজ্ঞাত পরিচয় ফোন করা ব্যক্তি তাদের কে মালদার একটি হোটেলে থাকার ব্যবস্থা করে দেয়। এদিন সকাল ১০ টায় তাদের কাজের অগ্রিম টাকা দেওয়ার জন্য দুই মহিলার স্বামীকে পার্শ্ববর্তী ব্যাংকে নিয়ে যাওয়ার নাম করে হোটেল থেকে নিয়ে যায়। তারপর তাদের স্বামী ফেরার বদলে কে বা কারা ফোন করে তাদের কাছে ১৫ লক্ষ টাকার দাবী করে।  ওই মহিলাদের অভিযোগ, শনিবার এই ঘটনার লিখিত অভিযোগ জানাতে তারা ইংরেজবাজার থানায় যায়। সেখানে পুলিশ তাদের অভিযোগ নিতে অস্বীকার করে বলে জানান তিনি। 

এবিষয়ে অপহরণ হওয়া ব্যক্তির শাশুড়ি জানান, ঘটনার খবর পেয়ে কলকাতা থেকে ছুটে আসেন তিনি। শনিবার এই ঘটনার লিখিত অভিযোগ থানায় দায়ের করা হয়েছে বলে জানান তিনি। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 

https://www.youtube.com/embed/5hpXRv_hv24